শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
যার ফলে ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। যদিও এখনো ভেন্যু নির্ধারিত হয়নি। ভারতের ম্যাচ বাদে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
এর আগে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফির একক আয়োজক হিসেবে ঘোষণা করেছিল আইসিসি। কিন্তু বাধ সাধে ভারত। পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানায় তারা। যে কারণে প্রস্তাব দেওয়া হাইব্রিড মডেলের। পাকিস্তান প্রথমে না মানলেও পরে শর্তসাপেক্ষে রাজি হয় তারা।
তাই ২০২৪-২৭ চক্রের ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে পাকিস্তান। আগামী বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ সালে যৌথভাবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে ভারতের। চুক্তি অনুযায়ী, সেই টুর্নামেন্টগুলো খেলতে ভারতে যাবে না পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর কেবল দুই মাস বাকি থাকলেও শিগগিরই সূচি ঘোষণা করবে আইসিসি। একইসঙ্গে জানা যাবে নিরপেক্ষ ভেন্যুর নামও। ২০১৭ সালে অনুষ্ঠিত সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। স্বাগতিক পাকিস্তান ছাড়াও এবারের আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
এদিকে, ২০২৮ সালে অনুষ্ঠিতব্য মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকস্বত্ব পেয়েছে পাকিস্তান। এখানেও কার্যকর থাকবে নিরপেক্ষ ভেন্যু ব্যবস্থা। এছাড়া ২০২৯ থেকে ২০৩১ সালের মধ্যে মেয়েদের একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে অস্ট্রেলিয়া।
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ