শ্বাসরুদ্ধকর এক লড়াই দেখল ফুটবল বিশ্ব। চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, সেগুলোর মধ্যে পর্তুগাল ও স্লোভেনিয়া ম্যাচটিকে সেরা বলাই যায়। যে ম্যাচের নায়ক পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কস্তা। তিন পেনাল্টি ঠেকিয়ে যিনি দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে।
ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে প্রায় কাঁদিয়ে ছাড়ল ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকা স্লোভেনিয়া। তবে দলের পুরো ভার নিজের কাঁধে তুলে নেন গোলরক্ষক কস্তা। টাইব্রেকারে অবিশ্বাস্য দৃঢ়তার পরিচয় দিলেন গোলরক্ষক দিয়োগো কস্তা। ফ্রাঙ্কফুর্টে শেষ ষোলোয় ১২০ মিনিটের লড়াই গোলশূন্য সমতায় শেষের পর, টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা।
স্লোভেনিয়ার নেওয়া তিনটি শটই একে একে ঠেকিয়ে দিয়ে দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে নিজেদের নেওয়া তিন শটেই বল জালে পাঠান রোনালদো, ফার্নান্দেজ ও বার্নাডো সিলভা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে কস্তা তিনটি কিক ঠেকিয়ে দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে। যা বিরল এক রেকর্ড বটে।
অবশ্য ট্রাইবেকারের আগেই ম্যাচ জেতার সুযোগ পেয়েছিল পর্তুগাল। পেনাল্টি পেয়েও বল জালে পাঠাতে পারেননি খোদ ক্রিস্টিয়ানো রোনালদো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে বল দখলে একচেটিয়া আধিপত্য করা পর্তুগাল আক্রমণেও ছড়ি ঘোরায়। তবে, তাদের বেশিরভাগ আক্রমণই ছিল ধারহীন। কোয়ার্টারে আরও কঠিন প্রতিপক্ষ পেয়েছে পর্তুগাল। আগামী শুক্রবার রাতে ফ্রান্সের মুখোমুখি হবে রোনালদোর দল।