সামনেই বিশ্বকাপ, এর আগে প্রস্তুতির অংশ হিসেবে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। ছন্নছাড়া ব্যাটিংয়ে অচেনা এই দলটির বিপক্ষেই হারের লজ্জায় ডুবল শান্ত-লিটনরা। ব্যাটারদের এমন ব্যর্থতায় জিম্বাবুয়ে সিরিজের উইকেটকে কাঠগড়ায় দাঁড় করালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রতিবারের মতো এবারও বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের দুশ্চিন্তার বড় কারণ ব্যাটারদের অফফর্ম। কী শ্রীলঙ্কা, কী জিম্বাবুয়ে কেউই পারছে না শান্ত-লিটনদের ফর্মে ফেরাতে। যুক্তরাষ্ট্রে আসার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেললেও রানে ফিরতে পারেননি ব্যাটাররা। সেই ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ধরে রেখেছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
এবার শুধু ব্যাটারদের নয় জিম্বাবুয়ে সিরিজের উইকেটকেও দুষলেন অধিনায়ক শান্ত। গতকাল মঙ্গলবার (২১ মে) ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষঠানে শান্ত বলেন, ‘আমরা ভাল ব্যাটিং করিনি। আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু মাঝখানে কয়েকটি উইকেট হারিয়ে ফেলি। আমি মনে করি, যদি আমরা আরও ২০ রান করতে পারতাম তাহলে সেটা লড়াই করার মতো হতো। আসলে আমরা জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। ব্যাটাররা অনেক স্ট্রাগল করেছে। আমি প্রত্যাশা করি, ব্যাটসম্যানরা ফর্মে ফিরে আসবে। আমাদের স্পিনাররা ভালো করলেও শেষ ২-৩ ওভারে পেসাররা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেনি।’
দুই দলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২৩ মে। আর সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)।