বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষকারী খাদ্য ও পুষ্টি সহায়তাকে যুক্তরাষ্ট্রের সাহায্য স্থগিতাদেশের বাইরে রাখায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেলে হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা। এ সময় তাঁরা এই বিষয়টি অবহিত করেন।
এর আগে, আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলমও সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে এ অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রেস সচিব আরও বলেন, আমেরিকা রোহিঙ্গাদের জন্য সাহায্য বন্ধ করছে না। তাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
বিএনপির সাথে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয় : ড. আসিফ নজরুল