নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমাদের যুদ্ধে ভারতের সহযোগিতা ছিল, সেটা আমরা স্মরণ করি। তবে ৯ মাসের মুক্তিযুদ্ধ আমরাই শুরু করেছি, শেষও করেছি আমরা। এটা আমাদের যুদ্ধ। সারা বিশ্ব জানে এই ঘটনা।’
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের তৃতীয় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
নৌপরিবহণ উপদেষ্টা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন, সেটি তার ব্যক্তিগত। ১৬ ডিসেম্বর ও ৯ মাসের যুদ্ধ, এটি বাংলাদেশের। ৯ মাস আমাদের দেশ বড় রক্তপাতের মাধ্যমে কাটিয়েছে। আমাদের মানুষের প্রাণহানি হয়েছে, নারীরা সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে এসে এ ধরনের কথায় যারা যুদ্ধ করেছেন, তারাও আহত হবেন।’
এর আগে, কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের মেরিন একাডেমিগুলোকে আরও বৃহৎ পরিসরে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের নাবিকদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেরিনে দেশের নারীদেরও সম্পৃক্ত করার লক্ষ্যে বিদেশ থেকে ৫ জন পুরুষ ও ৫ জন নারী প্রশিক্ষক দেশে আনা হয়েছে। এতে মেরিন একাডেমিগুলো আরও সমৃদ্ধ হবে। নারীরাও চ্যালেঞ্জিং এই পেশায় যুক্ত হবেন।’
এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘ভবিষ্যতে মেরিন একাডেমিগুলোকে নৌবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে, যাতে মেরিন একাডেমিতে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা নৌবাহিনীতে যোগ দিতে পারে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় ৪১ জন ক্যাডেটকে শপথবাক্য পাঠ করানো হয়।