৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ ছুঁয়ে দিল নতুন এক গর্বের শিখর। শনিবার (২৪ মে) সন্ধ্যায় উৎসবের পর্দা নামার আগেই ঘোষণা এলো—বিশ্বসিনেমার মর্যাদাপূর্ণ এই আয়োজনে স্পেশাল মেনশন পেয়েছে ‘আলী’।
কান উৎসব কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে এই সুখবর। আর সেই মুহূর্তে সিনেমাপ্রেমী বাংলাদেশ যেন এক আবেগঘন উল্লাসে ভেসে গেছে।
মানবিক গল্পের সাহসী বয়ানে নির্মাতা আদনান আল রাজীব তুলে ধরেছেন এক কিশোর আলীর জীবনসংগ্রাম, সামাজিক সংকট আর প্রান্তিক বাস্তবতা। সূক্ষ্ম নির্মাণ আর আবেগময় পরিবেশনাই এনে দিল এই আন্তর্জাতিক স্বীকৃতি।