ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গুরু চরিত্রে আসছেন দ্য রক

এবার এক ভিন্নধর্মী চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন ‘দ্য রক’খ্যাত হলিউড তারকা ডোয়াইন জনসন। যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এ টুয়েন্টি ফোর ‘ব্রেকথ্রু’ নামের একটি মনস্তাত্ত্বিক থ্রিলার তৈরি করতে যাচ্ছে। সেখানে দেখা যাবে অভিনেতাকে। ছবিটিতে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ মোটিভেশনাল গুরুর চরিত্রে অভিনয় করবেন তিনি।

ছবির কাহিনিতে জনসনের চরিত্রটি মূলত এক রঙিন ব্যক্তিত্বের অধিকারী প্রভাবশালী ব্যক্তি। এর পেছনে লুকিয়ে আছে অন্ধকার এক অভিসন্ধি। গল্পে এক বিচ্ছিন্ন ও বিভ্রান্ত তরুণ ধীরে ধীরে এই গুরুর মোহে পড়ে যায়। এরপর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা।

জনসনের সঙ্গে এ টুয়েন্টি ফোরের এটি দ্বিতীয় কাজ। এর আগে তিনি কাজ করেছেন বেনি সাফদির পরিচালনায় তৈরি ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ছবিতে। এ ছবি মুক্তি পাবে আগামী অক্টোবরে।

‘ব্রেকথ্রু’ ছবির চিত্রনাট্য লিখেছেন জিক গুডম্যান। তিনি অভিনয় জগতে বেশ পরিচিত মুখ হলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার কাহিনি রচনা করছেন।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ২০০০ সালের শুরু সময়ের পটভূমিতে তৈরি হচ্ছে এই থ্রিলার। ছবির পরিচালকের নাম এখনো ঘোষণা করা হয়নি। ডোয়াইন জনসন ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের শিল্পী নির্বাচনও প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ডোয়াইন জনসন অভিনীত ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ছবিতে তাকে দেখা যাবে বাস্তব জীবনের মিক্সড মার্শাল আর্টস যোদ্ধা মার্ক কের চরিত্রে। এতে তার বিপরীতে রয়েছেন এমিলি ব্লান্ট। এছাড়াও রয়েছেন রায়ান ব্যাডার, বাস রুটেন ও অলেকজান্ডার উসিক।

জনসন আরও ফিরছেন ডিজনির জনপ্রিয় চরিত্র ‘মাউই’ হিসেবে। লাইভ-অ্যাকশন সংগীতনির্ভর সিনেমা ‘মোয়ানা’-তে তাকে দেখা যাবে। এখানে মোয়ানা চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী ক্যাথরিন লাগা’আইয়া। সিনেমাটিতে আরও রয়েছেন জন তুই, ফ্র্যাঙ্কি অ্যাডামস এবং রেনা ওউয়েন।

কানের লাল গালিচায় ছিড়ে গেল আলিয়ার ডায়মন্ডের নেকলেস

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

গুরু চরিত্রে আসছেন দ্য রক

আপডেট সময় ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

এবার এক ভিন্নধর্মী চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন ‘দ্য রক’খ্যাত হলিউড তারকা ডোয়াইন জনসন। যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এ টুয়েন্টি ফোর ‘ব্রেকথ্রু’ নামের একটি মনস্তাত্ত্বিক থ্রিলার তৈরি করতে যাচ্ছে। সেখানে দেখা যাবে অভিনেতাকে। ছবিটিতে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ মোটিভেশনাল গুরুর চরিত্রে অভিনয় করবেন তিনি।

ছবির কাহিনিতে জনসনের চরিত্রটি মূলত এক রঙিন ব্যক্তিত্বের অধিকারী প্রভাবশালী ব্যক্তি। এর পেছনে লুকিয়ে আছে অন্ধকার এক অভিসন্ধি। গল্পে এক বিচ্ছিন্ন ও বিভ্রান্ত তরুণ ধীরে ধীরে এই গুরুর মোহে পড়ে যায়। এরপর ঘটতে থাকে নাটকীয় সব ঘটনা।

জনসনের সঙ্গে এ টুয়েন্টি ফোরের এটি দ্বিতীয় কাজ। এর আগে তিনি কাজ করেছেন বেনি সাফদির পরিচালনায় তৈরি ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ছবিতে। এ ছবি মুক্তি পাবে আগামী অক্টোবরে।

‘ব্রেকথ্রু’ ছবির চিত্রনাট্য লিখেছেন জিক গুডম্যান। তিনি অভিনয় জগতে বেশ পরিচিত মুখ হলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার কাহিনি রচনা করছেন।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ২০০০ সালের শুরু সময়ের পটভূমিতে তৈরি হচ্ছে এই থ্রিলার। ছবির পরিচালকের নাম এখনো ঘোষণা করা হয়নি। ডোয়াইন জনসন ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের শিল্পী নির্বাচনও প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ডোয়াইন জনসন অভিনীত ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ছবিতে তাকে দেখা যাবে বাস্তব জীবনের মিক্সড মার্শাল আর্টস যোদ্ধা মার্ক কের চরিত্রে। এতে তার বিপরীতে রয়েছেন এমিলি ব্লান্ট। এছাড়াও রয়েছেন রায়ান ব্যাডার, বাস রুটেন ও অলেকজান্ডার উসিক।

জনসন আরও ফিরছেন ডিজনির জনপ্রিয় চরিত্র ‘মাউই’ হিসেবে। লাইভ-অ্যাকশন সংগীতনির্ভর সিনেমা ‘মোয়ানা’-তে তাকে দেখা যাবে। এখানে মোয়ানা চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী ক্যাথরিন লাগা’আইয়া। সিনেমাটিতে আরও রয়েছেন জন তুই, ফ্র্যাঙ্কি অ্যাডামস এবং রেনা ওউয়েন।

কানের লাল গালিচায় ছিড়ে গেল আলিয়ার ডায়মন্ডের নেকলেস