চিত্রনায়ক শরিফুল রাজের জন্মদিন আজ। এমন দিনে নতুন প্রেমের খবর জানিয়েছেন চিত্রনায়িকা পরী মণি।আজ সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন পরী মণি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও বাটারফ্লাই ইমোজি। ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন পরী।
সাবেক স্বামীর জন্মদিনে নিজের প্রেমের ঘটনা প্রকাশ্যে এনেছেন এই নায়িকা। তবে নতুন করে কার প্রেমে পড়েছেন তা জানা যায়নি।
বছরজুড়েই নানান সাক্ষাৎকারে পরীর মুখে শোনা যায় নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ানো তাঁর পক্ষে সম্ভব না। কিছুদিন আগেও বলেছেন, কোনো সম্পর্কের মায়ায় নিজেকে জড়াতে চান না তিনি।
সেকারণে নেটিজনদের একাংশ মনে করেছেন, মজা করেই এমন ক্যাপশন জুড়েছেন নায়িকা।