ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘রুহ বাবা’র সঙ্গে ‘সিংহাম’-এর টক্কর!

চলতি বছরের দীপাবলিতে বড়পর্দায় একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় দুই ফ্র্যাঞ্জাইজির দুই সিনেমা ‘সিংহাম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’। বিষয়টি নিয়ে ‘ভুল ভুলাইয়া ৩’ এর পরিচালক অনীশ বাজমি যে বেশ চিন্তিত তা রাখঢাক না রেখেই জানিয়েছিলেন তিনি।

পাশাপাশি এও বলেছিলেন, “ব্যবসার নিরিখে একই তারিখে দু’টি ছবির মুক্তি কখনওই কাম্য নয়। যেটাতে ইন্ড্রাস্ট্রির ক্ষতি। এখন কী করব বুঝতে পারছি না। আমরা তো বছর খানেক আগেই ‘ভুল ভুলাইয়া ৩’-এর মুক্তির তারিখ ঘোষণা করে দিয়েছিলাম!” তবে পরিচালকের মুখে ছবির মুক্তি তারিখ নিয়ে আক্ষেপ থাকলেও ছবির নায়ক কার্তিক আরিয়ানের মুখে শোনা গেল অন্য সুর।

সম্প্রতি ছবির এক প্রচার অনুষ্ঠানে এসে এই প্রসঙ্গে কার্তিক বললেন, “দীপাবলির ছুটি বেশ বড়। এতটাই বড় যে এই আবহে দু’টি ছবি একসঙ্গে মুক্তি পেলেও কিছু যায় আসে না। দু’টি ছবিই বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারবে। তাছাড়া এই দু’টি ছবির ঘরানাও তো আলাদা। ‘সিংহাম এগেইন’ অ্যাকশন ঘরানার ছবি আর ‘ভুল ভুলাইয়া ৩’ হরর কমেডি। আমার বিশ্বাস দর্শক এই দু’টি ছবির জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর আমি নিজেও ‘সিংহাম এগেইন’ দেখতে যাব। আশা করি, তারাও আমাদের ছবি দেখতে আসবেন।

কার্তিক আরও জানিয়েছেন যে, তার কাছে ‘ভুল ভুলাইয়া ৩’ বনাম ‘সিংহাম এগেইন’ লড়াই নয়, বরং ‘ভুল ভুলাইয়া ৩’-এ ‘রুহ বাবা’ বনাম ‘মঞ্জুলিকা’র লড়াই বড়। অভিনেতা আরও জানান যে, তিনি রোহিত শেঠি, অজয় দেবগণ ও তাদের কর্প ইউনিভার্স ও ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির বড় ভক্ত।

কার্তিকের এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা অভিনেতার মনোভাবের প্রশংসা করেছেন।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় পর্বে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরিকে। এছাড়াও ছবিটিতে আরো রয়েছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান।

অন্যদিকে অজয় দেবগন ও কারিনা কাপুর খান অভিনীত রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ হিট কপ ইউনিভার্সের পঞ্চম ছবি। এই ছবিতে তারা ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, দীপিকা পাডুকোন, রণবীর সিং ও অর্জুন কাপুর। ফলে এই ছবি নিয়েও আশাবাদী অনেকেই।- ইন্ডিয়ান এক্সপ্রেস

বিপিএলে এবার বাড়তি আকর্ষণ শাকিব!

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দরদ’, মুক্তি কবে?

দাম্পত্য ভাঙনের পথে,ঐশ্বরিয়ার ডায়েরির পাতায় কী লেখা সেখানে?

 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘রুহ বাবা’র সঙ্গে ‘সিংহাম’-এর টক্কর!

আপডেট সময় ১১:১৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

চলতি বছরের দীপাবলিতে বড়পর্দায় একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় দুই ফ্র্যাঞ্জাইজির দুই সিনেমা ‘সিংহাম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’। বিষয়টি নিয়ে ‘ভুল ভুলাইয়া ৩’ এর পরিচালক অনীশ বাজমি যে বেশ চিন্তিত তা রাখঢাক না রেখেই জানিয়েছিলেন তিনি।

পাশাপাশি এও বলেছিলেন, “ব্যবসার নিরিখে একই তারিখে দু’টি ছবির মুক্তি কখনওই কাম্য নয়। যেটাতে ইন্ড্রাস্ট্রির ক্ষতি। এখন কী করব বুঝতে পারছি না। আমরা তো বছর খানেক আগেই ‘ভুল ভুলাইয়া ৩’-এর মুক্তির তারিখ ঘোষণা করে দিয়েছিলাম!” তবে পরিচালকের মুখে ছবির মুক্তি তারিখ নিয়ে আক্ষেপ থাকলেও ছবির নায়ক কার্তিক আরিয়ানের মুখে শোনা গেল অন্য সুর।

সম্প্রতি ছবির এক প্রচার অনুষ্ঠানে এসে এই প্রসঙ্গে কার্তিক বললেন, “দীপাবলির ছুটি বেশ বড়। এতটাই বড় যে এই আবহে দু’টি ছবি একসঙ্গে মুক্তি পেলেও কিছু যায় আসে না। দু’টি ছবিই বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারবে। তাছাড়া এই দু’টি ছবির ঘরানাও তো আলাদা। ‘সিংহাম এগেইন’ অ্যাকশন ঘরানার ছবি আর ‘ভুল ভুলাইয়া ৩’ হরর কমেডি। আমার বিশ্বাস দর্শক এই দু’টি ছবির জন্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর আমি নিজেও ‘সিংহাম এগেইন’ দেখতে যাব। আশা করি, তারাও আমাদের ছবি দেখতে আসবেন।

কার্তিক আরও জানিয়েছেন যে, তার কাছে ‘ভুল ভুলাইয়া ৩’ বনাম ‘সিংহাম এগেইন’ লড়াই নয়, বরং ‘ভুল ভুলাইয়া ৩’-এ ‘রুহ বাবা’ বনাম ‘মঞ্জুলিকা’র লড়াই বড়। অভিনেতা আরও জানান যে, তিনি রোহিত শেঠি, অজয় দেবগণ ও তাদের কর্প ইউনিভার্স ও ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির বড় ভক্ত।

কার্তিকের এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা অভিনেতার মনোভাবের প্রশংসা করেছেন।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় পর্বে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরিকে। এছাড়াও ছবিটিতে আরো রয়েছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান।

অন্যদিকে অজয় দেবগন ও কারিনা কাপুর খান অভিনীত রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ হিট কপ ইউনিভার্সের পঞ্চম ছবি। এই ছবিতে তারা ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, দীপিকা পাডুকোন, রণবীর সিং ও অর্জুন কাপুর। ফলে এই ছবি নিয়েও আশাবাদী অনেকেই।- ইন্ডিয়ান এক্সপ্রেস

বিপিএলে এবার বাড়তি আকর্ষণ শাকিব!

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দরদ’, মুক্তি কবে?

দাম্পত্য ভাঙনের পথে,ঐশ্বরিয়ার ডায়েরির পাতায় কী লেখা সেখানে?