ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শাকিবে উচ্ছ্বসিত ওপার বাংলার ‘মিঠাই’

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দেখা পেয়ে উচ্ছ্বসিত কলকাতার অভিনেত্রী সৌমিকৃষা কুণ্ডু।এই অভিনেত্রীর ভাষ্য, শাকিবের ‘আন্তরিকতার মধ্যে’ তিনি তার দেশের সহশিল্পী দীপক অধিকারী দেবের ছাপ পেয়েছেন।

আনন্দবাজারকে কলকাতার ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা বলেন, “খুব বেশিক্ষণ না হলেও যেটুকু কথা হল বুঝলাম, মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিৎদা। আসলে বড় তারকা যারা হন, তারা বোধ হয় এতটাই অমায়িক হয়ে থাকেন।“

গেল বছর থেকে এই পর্যন্ত শাকিবের এই পর্যন্ত যে চারটি সিনেমা মুক্তি পেয়েছেন, সেগুলোর মধ্যে তিনটির নায়িকাই ভারতীয়।

বর্তমানে শাকিব তার ‘বরবাদ’ সিনেমার শুটিং করছেন মুম্বাইয়ে; এখানেও শাকিবের নায়িকা হয়েছেন তার ‘প্রিয়তম’ সিনেমার নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

সৌমিতৃষার সঙ্গে শাকিবের দেখা হয়েছিল কলকাতায় একটি অনুষ্ঠানে। সৌমিতৃষার ভাষ্য, তাকে দেখেই ‘চিনে ফেলেন’ শাকিব।

সাকিবের দরদ দেখে উচ্ছ্বসিত দর্শকরা, প্রাণ ফিরছে চলচ্চিত্রে

চিত্রনায়ক রাজের জন্মদিনে নতুন প্রেমের খবর জানালেন পরী

শাকিবের ‘দরদ’ যুক্তরাষ্ট্র-মালদ্বীপেও হাউজফুল

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শাকিবে উচ্ছ্বসিত ওপার বাংলার ‘মিঠাই’

আপডেট সময় ০১:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দেখা পেয়ে উচ্ছ্বসিত কলকাতার অভিনেত্রী সৌমিকৃষা কুণ্ডু।এই অভিনেত্রীর ভাষ্য, শাকিবের ‘আন্তরিকতার মধ্যে’ তিনি তার দেশের সহশিল্পী দীপক অধিকারী দেবের ছাপ পেয়েছেন।

আনন্দবাজারকে কলকাতার ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা বলেন, “খুব বেশিক্ষণ না হলেও যেটুকু কথা হল বুঝলাম, মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিৎদা। আসলে বড় তারকা যারা হন, তারা বোধ হয় এতটাই অমায়িক হয়ে থাকেন।“

গেল বছর থেকে এই পর্যন্ত শাকিবের এই পর্যন্ত যে চারটি সিনেমা মুক্তি পেয়েছেন, সেগুলোর মধ্যে তিনটির নায়িকাই ভারতীয়।

বর্তমানে শাকিব তার ‘বরবাদ’ সিনেমার শুটিং করছেন মুম্বাইয়ে; এখানেও শাকিবের নায়িকা হয়েছেন তার ‘প্রিয়তম’ সিনেমার নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

সৌমিতৃষার সঙ্গে শাকিবের দেখা হয়েছিল কলকাতায় একটি অনুষ্ঠানে। সৌমিতৃষার ভাষ্য, তাকে দেখেই ‘চিনে ফেলেন’ শাকিব।

সাকিবের দরদ দেখে উচ্ছ্বসিত দর্শকরা, প্রাণ ফিরছে চলচ্চিত্রে

চিত্রনায়ক রাজের জন্মদিনে নতুন প্রেমের খবর জানালেন পরী

শাকিবের ‘দরদ’ যুক্তরাষ্ট্র-মালদ্বীপেও হাউজফুল