প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্রের সংস্কার করা সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার দুপুরে রাজধানীর দক্ষিণখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জাহীদুজ্জামান তানভীনের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, বারবার জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে সবশেষে ছাত্রজনতার জীবন নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। যাদের হাতে সাধারণ মানুষের রক্ত তাদের বিচার আগে করতে হবে, না হলে শহীদের আত্মা শান্তি পাবে না।
ভারত প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, প্রভুত্বের স্বভাব বাদ দিয়ে বন্ধু হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করতে হবে সকলের।
এসময় অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বানও জানান রুহুল কবির রিজভী।
আরো পড়ুন :
দ্রুত জাতীয় নির্বাচনের দাবি রিজভীর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারদলীয় ছাত্র সংগঠনের ভূমিকায় :বিপ্লবী ছাত্র মৈত্রী
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান
নির্বাচনের মাধ্যেমে দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় :দুদু