ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

আরাফাতের গ্রেপ্তারের খবরে ডিবিতে মিষ্টি নিয়ে হিরো আলম, করবেন হত্যাচেষ্টার মামলা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে কোথায় রাখা হয়েছে, সেই খবর নিতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম জেনেছেন, আরাফাতকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। সেজন্য, খুশিতে হিরো আলম যাচ্ছেন রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। সঙ্গে নিয়েছেন মিষ্টি।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনে হিরো আলম এ তথ্য জানিয়েছেন।

হিরো আলম বলেন, ‘আরাফাতকে গ্রেপ্তারের পর আমি খোঁজ নিয়েছি থানায়। কিন্তু, সেখানে তিনি নেই। তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সেজন্য, এখন (বিকেল সাড়ে ৫টা) সেখানে যাচ্ছি। সঙ্গে মিষ্টি নিয়েছি। খুশির মিষ্টি। এ মিষ্টি কর্মকর্তাদের খাওয়াব। বিরতণও করব।’

হিরো আলম আরও বলেন, ‘আগামীকাল বুধবার আমি আরাফাতের বিরুদ্ধে মামলা করব। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেজন্য, আমি হত্যা চেষ্টার মামলা করব।’

গত বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন, তাকে পেটানো লোকজন আরাফাতের সমর্থক।

হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।

আরো পড়ুন : সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আরাফাতের গ্রেপ্তারের খবরে ডিবিতে মিষ্টি নিয়ে হিরো আলম, করবেন হত্যাচেষ্টার মামলা

আপডেট সময় ০৭:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে কোথায় রাখা হয়েছে, সেই খবর নিতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম জেনেছেন, আরাফাতকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। সেজন্য, খুশিতে হিরো আলম যাচ্ছেন রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। সঙ্গে নিয়েছেন মিষ্টি।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনে হিরো আলম এ তথ্য জানিয়েছেন।

হিরো আলম বলেন, ‘আরাফাতকে গ্রেপ্তারের পর আমি খোঁজ নিয়েছি থানায়। কিন্তু, সেখানে তিনি নেই। তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সেজন্য, এখন (বিকেল সাড়ে ৫টা) সেখানে যাচ্ছি। সঙ্গে মিষ্টি নিয়েছি। খুশির মিষ্টি। এ মিষ্টি কর্মকর্তাদের খাওয়াব। বিরতণও করব।’

হিরো আলম আরও বলেন, ‘আগামীকাল বুধবার আমি আরাফাতের বিরুদ্ধে মামলা করব। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেজন্য, আমি হত্যা চেষ্টার মামলা করব।’

গত বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন, তাকে পেটানো লোকজন আরাফাতের সমর্থক।

হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।

আরো পড়ুন : সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার