আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র-জনতা। এর আগে আজ শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অস্থায়ী মঞ্চে বলেন, ‘আমরা এখন থেকে রাস্তা ব্লক করব। আমরা এখান থেক গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হবে, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।
হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শেষ হলে তার নেতৃত্বে একটি মিছিল যায় শাহবাগের দিকে। সেখানে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।
আ.লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা হাসনাতের