গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বের কাছে বিক্রি করতে চায়। ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার লেগেই আছে। তারা পশ্চিমাদের বলেই আসছে এখানে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নাই—এটা বলতে পারলে তাদের লাভ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, তারা (আওয়ামী লীগ) অভ্যুত্থানকে কালিমা লেপন করতে পারে তাই সরকারকে কলঙ্কিত করতে পারে আর নিজেরা তাদেরকে আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।
গণসংহতি আন্দোলনের গাজীপুর জেলা আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য মনিরুদ্দিন পাপ্পু, সম্পাদক মন্ডলীর সদস্য দীপক রায় ও কালিয়াকৈর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম খোকন।
এ সময় তিনি আরও বলেন, এদেশের ছাত্র-শ্রমিক-জনতাকে আমাদের সন্তানদেরকে খুন করে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদের কোনদিন এদেশের মাটিতে জায়গা হবে না।