গণঅধিকার পরিষদের নেতৃত্বাধীন এক জনসভায় পটুয়াখালীর বিভিন্ন স্থান থেকে আসা ১০০ হিন্দু পরিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ সময় নতুন সদস্যদের স্বাগত জানান।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা কার্যালয়ে জনসভায় গনঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নুরুল হক নূর বলেন, আমাদের এই প্ল্যাটফর্ম সাম্প্রদায়িক সম্প্রীতি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার রক্ষায় আমরা একসাথে কাজ করব।