জনগণই ঠিক করবে তারা কোন দলকে বর্জন করবে আর কোন দলকে গ্রহণ করবে, এ বিষয়ে কোন হঠকারী সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন, বিএনপি সুষ্ঠু নির্বাচন চায়।
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি সফল করতে সোমবার (৪ নভেম্বর) নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠকে নেতারা এ মন্তব্য করেন।
বিএনপি নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
বিএনপি নেতারা বলেন, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে প্রমাণ হবে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। দলের নেতারা আশা করছেন, দিবস ঘিরে র্যালিতে সবার ব্যাপক অংশগ্রহণ থাকবে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখেন।