বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, শেখ হাসিনা দেশের বাইরে বসে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহত পরিবারের নিয়মিত খোঁজ খবরের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার পতনে ছাত্র জনতার আন্দোলনে অসংখ্য মানুষ আহত নিহত হয়, তার ভেতর শুধু বিএনপির নেতা কর্মী ৪২২জনের উপরে নিহত হয়, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ভোলা সদর আসনের নেতা জনাব হায়দার আলী লেলিন,আন্দোলনে নিহত আহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে,সরকারেকে সার্বিক সহযোগীতা করার আহ্ববান জানান। দলের নেতা কর্মী সহ নিহত আহত পরিবারের সকলের সার্বিক, আর্থিক সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি ছাত্র আন্দোলনে নিহত ভোলা জেলার ভেলুমিয়া ইউনিয়নের ছাত্র শাকিল ও দক্ষিণ দিঘলদীর আলাউদ্দিন এর পরিবারের খোঁজ খবর নেন ও আর্থিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল তারেক, মহানগর উত্তর বিএনপির ছাত্র নেতা আব্দুল্লাহ আল রাহাত প্রমুখ।