সৌদি আরবে স্ত্রীকে নিয়ে গিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ মে) স্থানীয় সময় এশার নামাজের পরে বিএনপির মহাসচিব ও তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম ওমরাহ পাললন করেন।
সৌদি আরবের মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপির মহাসচিব শনিবার এশার নামাজের পর ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সাঈ করা প্রভৃতি কাজ সম্পন্ন করেছেন। মসজিদুল হারাম বা কাবা শরিফে তাঁরা নামাজ আদায় করেছেন।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘মহাসচিব মসজিদুল হারামে নামাজ আদায় করে দেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চেয়ে দোয়া করেছেন বিএনপির মহাসচিব।’
মক্কা বিএনপির এ নেতা আরও বলেন, ‘আজ রোববার তাঁরা মক্কায় আছেন। তারা মক্কায় বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো যেমন, আরাফাত ময়দান, মিনা-মুজদালিফা, মাকামে ইব্রাহিম, জাবালে সাওর, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, মসজিদে নামিরা, মক্কা জাদুঘর, জান্নাতুল মোয়াল্লায় যাবেন। এরপর আগামীকাল সোমবার মক্কা থেকে জেদ্দা যাবেন।
গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনায় পৌঁছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগামী ৮ মে দেশে ফেরার কথা রয়েছে।