জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বড় গুণ, গুম আর মানুষ খুন। তাদের রাজনীতি আজ অতীত, গুম ও খুনের রাজনীতিকে জনগণ আজ বিদায় জানিয়েছেন। ৭ বছর বন্দি ছিলাম, বাবাকে হারিয়েছি। আজ বাবার জায়গা আমার মত ১০জন হুম্মামের পক্ষে সম্ভব নয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যেগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের ভালবাসা আমার পরিবার কোনদিন ভুলতে পারবেনা। আমার দাদা ফজলুল কাদের চৌধুরী কুমিল্লা থেকে এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। আমার বাবার হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। সব মিথ্যা মামলার বিচার হবে। বিগত ২৩ অক্টোবরের পর আপনারা বনে জঙ্গলে ঘুমিয়েছেন। ইতিহাসের জগন্যতম টর্চার সেলের কারিগর আয়না ঘরের স্রষ্টা
তিনি আরো বলেন, শেখ হাসিনাকে জনগণ আজ প্রত্যাখান করেছে। জনরেষানলে পড়ে আজ দেশ থেকে পালিয়েছে। এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রপগান্ডা ছাড়িয়ে কোন লাভ হবেনা। জনগণ সেই সস্তা বুলি এখন আর খায়না।
হাছান মাহমুদের সমালোচনা করে হুম্মাম কাদের বলেন, অসংখ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৬টি বছর রাঙ্গুনিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জেল খাঁটিয়েছেন, হত্যা করিয়েছেন, আজ সময় এসেছে আগামী চর্তুদশ জাতীয় সংসদের ধানের শীর্ষ প্রতিকে ব্যালেটের মাধ্যমে সেই মামলা ও হত্যার প্রতিশোধ নেবার। কোন রাস্তা দিয়ে হাঁটেন আমরা দেখে নেব। পাগলা কুকুরের মত আজ আওয়ামী লীগ আক্রমণ করার চেষ্টা করছে। মাদক ও বলিতে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদেরও বিচার করা হবে। সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে, একজন আরেক জনের পাশে থাকতে হবে। আগামী ১০ রমজান সকলকে ইফতার মাহফিলের দাওয়াত দিয়ে দেশ নেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু তালেব, উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াকিল আহম্মদ, সঞ্চালনায় ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা মুহাম্মদ শওকত আলী নুর, অধ্যাপক মোহাম্মদ মহসিন, এড. কামাল হোসেন চৌধুরী, যুবদল নেতা ইউসুফ চৌধুরী, বিএনপি নেতা ইলিয়াছ সিকদার, যুবদল নেতা শাহেদ কামাল, এসএম ইফতেখার উদ্দিন রুবেল, ছাত্রদল নেতা ভিপি আনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক, বিএনপি নেতা সৈয়দ ফজলুল করিম চৌধুরী মিনা, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ হোসেন, মো.খোরশেদ আলম, হেলাল উদ্দিন শাহ্, মসিউদ্দৌলা, এখতিয়ার হোসেন, জসিম উদ্দিন চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় ও উত্তর জেলা নেতা যথাক্রমে মোহাম্মদ আবদুল হালিম, জিয়াউদ্দিন কাদের, অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, এড. সরোয়ার হোসেন লাভলু, আজিজুল ইসলাম, আবদুল গফুর খান, খোরশেদ আলম ফারুকী, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমূখ।