আব্দুল্লাহ আল রাহাত, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগন্জে আওয়ামী নেতা মরহুম শুকু রাঁড়ির ছেলে মোঃ সুজন রাঁড়ি ও তার দল সহকারে বিএনপি নেতা মিলন মিয়াজি র প্রান নাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, মিলন মিয়াজি জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ব্যবসায়িক কাজে দুবাই অবস্থান করছেন। সরকার পতনের পর তার সমর্থকরা বিভিন্ন জায়গায় তার শুভেচ্ছান্তে ব্যানার স্থাপন করে এবং দু’এক দিনের মধ্যে দেশে অসবে বলে জানায়। এ খবর জানা মাত্র মোঃ সুজন রাঁড়ি ও তার দলবল নিয়ে বিভিন্ন জায়গায় ব্যানার ছিড়ে ফেলে দেয় এবং হুমকি দেয় যে, মিয়াজি দেশে আসলেেই তাকে হত্যা করা হবে।
তার সমর্থকরা থানায় অভিযোগ দায়ের করলে মোঃ সুজন রাঁড়িকে গ্রেপ্তার করে হাজীগন্জ থানা থানা পুলিশ ।