“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই স্লোগানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ মার্চ) সকালে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়দূর রহমান। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।
বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. কামাল উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শিবলু দাশ প্রমুখ।