রাঙ্গুনিয়া পদুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগে উঠেছে। দক্ষিণ রাঙ্গুনিয়া জমিদারটিলা কালিন্দারাণী সড়কের পাশে ও পদুয়া ভান্ডারী গেইটের আনোয়ারের মৎস্য খামারে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের জমিদারটিলা ও পদুয়া ভান্ডারী গেইট এলাকায় আনোয়ারের কয়েকটি পুকুরে দূবৃত্তদের বিষ প্রয়োগের ফলে সকালে পুকুরে মাছগুলো মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
ভুক্তভোগী মৎস্য খামারী মো: আনোয়ার বলেন,সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। দীর্ঘদিন ধরে জায়গা বর্গা নিয়ে মাছ চাষ করছি। এবার পুকুর চারটিতে আমার চাষ করা সিলভার কাপ, রুই, কাতলা, জাপানি রুই ও চিতলসহ বিভিন্ন প্রজাতির সব মাছ মারা যায়। প্রায় ৫০ লাখ টাকা মূল্যের মাছ নিধন হয়। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। তবে, কে বা কারা এ বিষপ্রয়োগ করেছে তা বলতে পারছেন না তিনি। পুলিশকে বিষয়টি জানালে অভিযোগ করতে বলেন তারা। এ ঘটনায় কোর্টে একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। দোষীদের সনাক্ত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।