সৈয়দ আলীউজ্জামাম (মহসিন); কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুরুষ বদিয়া বিল থেকে বোরহান উদ্দিন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল ২৭শে মার্চ (বুধবার) বিকাল সাড়ে তিনটার দিকে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করে কটিয়াদী মডেল থানার পুলিশ।
নিহত বোরহান (২৩) কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের পূর্ব নাগেরগ্রামের বিল্লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকরা দুপুরে পুরুষ বদিয়া হাওরের জমিতে যাওয়ার পথে একটি ড্রেনে মরদেহ পড়ে থাকতে দেখতে পায়৷ পরে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন ও মাথা মাটিতে পুতা অবস্থায় উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও স্বজনরা জানায়, নিহত বোরহান বেশ কয়েক বছর যাবত তার নানার বাড়ি মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে থাকতো৷ মাঝে মধ্যেই তার নিজ বাড়িতে আসা-যাওয়া ছিল। তার পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে সর্বশেষ বোরহান উদ্দিনের সাথে কথা হয়। এর পর থেকে যোগাযোগ ছিল না। বুধবার বিকালে বোরহানের নিজ বাড়ি থেকে অর্ধ কি. মি. দূরত্বে বিল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, নিহতের গলায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক সুরত হালে পরিকল্পিত হত্যা বলে ধারণা করা যায়। তবে বিষয়টি অনুসন্ধান করে প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার জানান,পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরো পড়ুন : মরার পর আমার লাশ যেন না কাটে, আত্মহত্যার আগে স্বামীকে বললেন স্ত্রী