ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাড়া চাওয়ায় বিএনপি কর্মীদের হাতে দোকান মালিক খুন, আতঙ্কে মৃতের পরিবার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ট্রাম্পের দূত স্টিভ উইটকফের গাজা সফর রুশ সাবেক প্রেসিডেন্টের মন্তব্যে নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের জুলাই পদযাত্রায় কতটা সাড়া ফেললো এনসিপি? মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক: আমীর খসরু আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ‘বন্ধু’ ভারতের ওপর আবারো চড়াও যুক্তরাষ্ট্র, আরও ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্য বিজয় : প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

পালিয়ে যাওয়া ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিবুল্লাহ।

মহিবুল্লাহ বলেন, পুলিশ সদর দপ্তর থেকে শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে কাজ চলছে। যৌথ অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের অনেক দল কাজ করছে। নদীবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহিবুল্লাহ জানান, ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে মুহাম্মদ মহিবুল্লাহ এ প্রতিবেদককে বলেছিলেন, ৫ আগস্টের আগে শাহ আলম উত্তরা পূর্ব থানায় ওসি ছিলেন। এরপর তাকে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পোস্টিং দেওয়া হয়। সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনি। আজ দুপুরে তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল। সে সময় তিনি পালিয়েছেন।

মুহাম্মদ মহিববুল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে তার বিতর্কিত ভূমিকা ছিল। সেই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

জানা গেছে, ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ২ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম।

 

লাঠিসোঁটা নিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের অবস্থান

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পালিয়ে যাওয়া ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ০৭:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিবুল্লাহ।

মহিবুল্লাহ বলেন, পুলিশ সদর দপ্তর থেকে শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে কাজ চলছে। যৌথ অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের অনেক দল কাজ করছে। নদীবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহিবুল্লাহ জানান, ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে মুহাম্মদ মহিবুল্লাহ এ প্রতিবেদককে বলেছিলেন, ৫ আগস্টের আগে শাহ আলম উত্তরা পূর্ব থানায় ওসি ছিলেন। এরপর তাকে কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পোস্টিং দেওয়া হয়। সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনি। আজ দুপুরে তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছিল। সে সময় তিনি পালিয়েছেন।

মুহাম্মদ মহিববুল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে তার বিতর্কিত ভূমিকা ছিল। সেই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

জানা গেছে, ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ২ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম।

 

লাঠিসোঁটা নিয়ে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের অবস্থান