গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় মাওলানা সাদের অনুসারী মুফতি মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাদ অনুসারীদের মুখপাত্র হিসেবে পরিচিত মোয়াজ বিন নূরকে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার সকালে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মাওলানা সাদের অনুসারীদের শীর্ষ মুরুব্বী মাওলানা ওয়াসিফুল ইসলামসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকশ ব্যক্তিকে আসামি করে মামলা হয়। টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন শুরায়ে নেজামের (জুবায়রপন্থি) অনুসারী তাবলীগের সাথী এস এম আলম হোসেন। তিনি কিশোরগঞ্জ সদর থানার গাইটাল গ্রামের এস এম মোক্তার হোসেনের ছেলে ও আলমি শুরার কিশোরগঞ্জ জেলার সাথী।
ওসি হাবিব ইস্কান্দার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়েরের পরই মোয়াজ বিন নূরকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।