ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিংপুলে গোসল করতে নেমে মো. সোহাদ হক সোয়েব নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ২টার দিকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহাদের বাড়ি বগুড়া জেলায়। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলে থাকতেন। সহপাঠীরা জানান, সোহাদের সাঁতার জানা ছিল। তার শ্বাসকষ্ট ছিল এবং বিভিন্ন সময় ইনহেলার নিতেন। তবে কীভাবে পানিতে তলিয়ে গেছেন, তা জানাতে পারেননি বন্ধুরা।
বন্ধুবান্ধব ও পরিচিতজনের সঙ্গে কথা বলে জানা যায়, হলের দুইজন বন্ধুসহ সুইমিংপুলে গোসল করতে গিয়েছিলেন সোহাদ। সবার সঙ্গে সাঁতার কাটার সময় হঠাৎ একজন খেয়াল করেন, সোহাদ ডুবে যাচ্ছে। তখন তারা তাকে টেনে ওপরে তোলেন। এ সময় বমি করে অচেতন হয়ে পড়েন সোহাদ। এরপর অবস্থা বেগতিক দেখে তাকে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মুহসীন হলের এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাব্বির হোসেন খোকা বলেন, সোহাদ আর আমি একই হলে থাকি। সোহাদের সহপাঠী বঙ্গবন্ধু হলের মো. সোহাগসহ তারা সুইমিংপুলে গোসল করতে যায়। পরে সোহাগই তাকে হাসপাতালে নিয়ে আসে।
আরেক শিক্ষার্থী মোল্লা তৈমুর রহমান জানান, সহপাঠীরা সোহাদের পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করছিল। সুইমিংপুলের স্টাফ বারবার মাইকে ঘোষণা দিয়েও দায়িত্বরত চিকিৎসককে পাননি। পরে তাকে ঢামেকে নিয়ে আসা হয়।
সার্বিক বিষয়ে প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরে বলা যাবে। সোহাদের আত্মীয়স্বজন এসেছে, তার বন্ধুরা আছে। শাহবাগ থানার পুলিশও আছে৷ আমরা বিষয়টি দেখছি।
আরো পড়ুন : বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, প্রকৌশলী নিহত