বরিশাল সংস্কৃতিকেন্দ্র আয়োজিত বঙ্গবিজয়ের ৮২০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশ নামক বুনিয়াদি রাষ্ট্রের স্থাপক হিসেবে মহাবীর বখতিয়ারের নাম চির স্মরণীয় হয়ে থাকবে। স্বল্পসংখ্যক সৈন্য নিয়ে একটি রাষ্ট্র বিজয় ইতিহাসে সেটাই প্রথম। অসাধারণ সমর কৌশল, তীক্ষ্ম বুদ্ধিমত্বা এবং কুটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় এই বিপ্লব সাধন করতে পেরেছেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি।
১০ মে শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় সরকারি গণ গ্রন্থাগারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সভাপতি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদ হোসেন দুলালের সভাপতিত্বে বঙ্গবিজয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার। প্রধান আলোচক ছিলেন, ঝালকাঠি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন অমৃত লাল দে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক।
‘বখতিয়ারের বাংলাদেশ‘ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইউসুফ।
বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল পেশাজীবী ফোরামের সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফীন। উপস্থিত ছিলেন শেকড় সাহিত্য সংসদের সভাপতি কবি নয়ন আহমেদ, সহসভাপতি কবি আল হাফিজ, নাট্য পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহকারী পরিচালক সাঈদ মাহফুজ প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহ সভাপতি মো. আবদুল হাই, শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা, কবি সাইফুল্লাহ সাইফ, কবি জিল্লুর রহমান জিল্লু প্রমুখ।
অনুষ্ঠানে কোরাস দেশের গান পরিবেশন করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্র এবং হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।