বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম কর্মসূচি বিষয়ক এক অবহিতকরণ সভা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় মঠবাড়িয়া উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতা ও এনজিও সুশীলন এর বাস্তবায়নে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
এনজিও সুশীলন এর সুধীর কুমার মন্ডলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য দেন, উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, থানা পরিদর্শক আবদুল হালিম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী তাজুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা সুমন মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সঞ্জয়, ইউএফএফ এর সাদিয়া সুলতানা, দেব প্রসাদ, মামুনুর রশীদ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম উপকূলীয় এলাকা মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী এলাকায় ঘূর্ণিঝড় পূর্বাভাসের করণীয় বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।