পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কৃষকের আখ চুরির ঘটনাকে কেন্দ্র করে পিতা- পুত্রের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের নীলপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নুরুজ্জামান গাজী (৬৫) ও তার পুত্র মিজানুর রহমান (৩৬)। গুরুতর আহত পিতা -পুত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নীলপুর গ্রামের মৃত চানমিয়া গাজীর ছেলে নুরুজ্জামান গাজী ও তার ভাই খলিলুর রহমান গাজীর মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল।কিছুদিন পূর্বে কৃষক নুরুজ্জামান গাজীর ভিটা থেকে আখ চুরি হয়।ওই আখ চুরির ঘটনায় ছোট ভাই খলিল গাজীকে সন্দেহ করায় উভয়ের মধ্যে বাক বিতন্ডার একপর্যায়ে খলিলুর রহমান গাজী, স্ত্রী জাবেদা খাতুন ও ভাড়াটে সন্ত্রাসী সিকান্দারকে নিয়ে নুরুজ্জামান গাজীর ওপর হামলা চালায় এবং ইট দিয়ে আঘাত করে তার মাথা থেতলে দেয়। পিতার ডাক-চিৎকারে পুত্র মিজানুর রহমান বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ইট দিয়ে মাথায় আঘাত করে।স্বজনরা গুরুতর আহত অবস্থায় পিতা -পুত্রকে মাঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সি চিকিৎসাধীন গুরুতর আহত মিজানুর রহমান গাজী জানান, এর আগেও খলিলুর রহমান আমার বৃদ্ধ পিতাকে মারধর করেছে।হামলার এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
এ বিষয় প্রতিপক্ষ খলিলুর রহমান গাজীর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।