মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
বিপুল তবে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসীদের সুখ- দুঃখ,আনন্দ-বেদনা ও নানা হয়রানি বন্ধে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে প্রবাসীদের কল্যাণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় এ জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠন করা হয়।
এ উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী আলহাজ্ব সহরোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সৌদি প্রবাসী মাহবুবুল ইসলাম, নান্না, দেলোয়ার হোসেন, মজিবর রহমান, মোঃ আউয়াল, ফোরকান মৃধা প্রমুখ।
আলহাজ্ব সহরোয়ার হোসেন মৃধা, আলহাজ্ব রুহুল আমিন দুলাল, নাজমুল ইসলাম কামাল মুন্সি, শামীম মৃধা, কে এম হুমায়ুন কবির, আবু বকর সিদ্দিক বাদল, মামুন বিল্লাহ, নুরুল ইসলাম,মনির ফকির, এ আর মামুন খান,ছগির হোসেন, শহীদ মৃধা, আব্দুল ওয়াদুদ, মামুন মিয়া, নাজমুল হোসেন, ফিরোজ মৃধা, এম রেজাউল করিম মিরাজ কে উপদেষ্টা করা হয়।
এ ছাড়া মাহবুবুল ইসলাম নান্নাকে আহবায়ক ও মোঃ আউয়ালকে সদস্য সচিব এবং মজিবর রহমান মন্টু, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান ছোট্ট, ফোরকান মৃধা, মাসুম মৃধা, শহীদ মনির, নজরুল ইসলাম ও ছগির মিয়াকে যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটির আহবায়ক আলহাজ্ব মাহবুবুল ইসলাম নান্না বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা নানা হয়রানির শিকার হচ্ছেন। অথচ প্রবাসীর রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন। প্রবাসীদের কল্যাণে ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১০১ সদস্যের জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠন করা হয়েছে।