পিরোজপুরের নবাগত পুলিশ সুপার(এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপণ করেছেন। এ সময় থানা পরিদর্শন করেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে মাছের পোনা অবমুক্তকরন, বৃক্ষরোপন কর্মসূচী ও থানা পরিদর্শন করা হয়। এ সময় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অফ অনার প্রদান করা হয়।
পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মঠবাড়িয়া থানা কর্তৃক আয়োজিত মাছের পোনা অবমুক্তকরন ও বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পিরোজপুর, মোঃ শাখাওয়াত হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রাজীব ও সহ অফিসার ও ফোর্স।