হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া সেনাবাহিনীর সাথে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সাথে পারস্পরিক এক মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ গুলশাখালী কর্মজীবী মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে মিলনায়তনে অস্থায়ী সেনা ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান প্রধান অতিথি’র আসন অলংকৃত করেন পিরোজপুর সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেঃ কর্নেল আরিফ।
মঠবাড়িয়া সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসফান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন,উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, উপজেলা জামায়াতের সাধারণত মাওলানা আফজাল হােসাইন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল, পৌর জামায়াতের আমির হোসেন মীর, পুজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার প্রমুখ।
প্রধান অতিথি’ বক্তব্যে লেঃ কর্নেল আরিফ বলেন, হিন্দু ধর্মালম্বীরা শান্তি পূর্ণভাবে যাতে তাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উদযাপন করতে পারে সেজন্য সেনাবাহিনীর টহল জোরদার করা হবে। এর আগে সেনাবাহিনী কখনো শারদীয় দূর্গা পূজায় দায়িত্ব পালন করেনি। সে কারনে এ বারের শারদীয় দূর্গা উৎসব ব্যতিক্রম।
তিনি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা ও কিশোর গ্যাং প্রতিরোধের উপর গুরুত্বারোপ সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং শান্তি পূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামন করেন।