ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটি।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার ২৪টি কিন্ডারগার্টেন থেকে পৃথক পৃথক ব্যানার ও বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা কিন্ডারগার্টেনের সভাপতি ও আটোয়ারী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ নাজিরুল ইসলাম।

তিনি বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। কিন্ডারগার্টেন, বেসরকারি কিংবা পথশিশু শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। এক দেশে দুই নীতি মানা যায় না।

তোড়িয়া সীমান্ত কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমি আক্তার চৌধুরী, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমুখ। বক্তারা বলেন, আটোয়ারী উপজেলায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা চাই সব শিক্ষার্থী সমান সুযোগ পাক।, কেউ যেন বৈষম্যের শিকার না হয়। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যে জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ ও লক্ষ লক্ষ ছাত্র জনতা আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোনভাবেই মেনে নেওয়া যায় না। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করে। তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দুর করার জন্য শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেন কঠোর কর্মসূচি ঘোষনা করবে।

মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিাপ প্রদান করা হয়। স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান গ্রহণ করেন এবং স্মারকলিপিটি দ্রুত সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে পৌঁছানোর আশ্বাস দেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রফেসর ড. এম জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটি।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার ২৪টি কিন্ডারগার্টেন থেকে পৃথক পৃথক ব্যানার ও বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা কিন্ডারগার্টেনের সভাপতি ও আটোয়ারী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ নাজিরুল ইসলাম।

তিনি বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। কিন্ডারগার্টেন, বেসরকারি কিংবা পথশিশু শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। এক দেশে দুই নীতি মানা যায় না।

তোড়িয়া সীমান্ত কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমি আক্তার চৌধুরী, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমুখ। বক্তারা বলেন, আটোয়ারী উপজেলায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা চাই সব শিক্ষার্থী সমান সুযোগ পাক।, কেউ যেন বৈষম্যের শিকার না হয়। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যে জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ ও লক্ষ লক্ষ ছাত্র জনতা আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোনভাবেই মেনে নেওয়া যায় না। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করে। তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দুর করার জন্য শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেন কঠোর কর্মসূচি ঘোষনা করবে।

মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিাপ প্রদান করা হয়। স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান গ্রহণ করেন এবং স্মারকলিপিটি দ্রুত সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে পৌঁছানোর আশ্বাস দেন।