পঞ্চগড়ের আটোয়ারীতে ১২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পঞ্চগড়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি অভিযানকারী দল।
জানা গেছে, জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই,পঞ্চগড় এর গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের পরিদর্শক এ.এস.এম মইনউদ্দীন কবিরের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মোঃ রেজওয়ানুল হক সহ মাদকদ্রব্য অধিদপ্তরের একটি চৌকশ রেইডিং টিম রবিবার (০৯ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ১০টায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ভোটগজ বর্ষালুপাড়া এলাকায় দুলাল হোসেনের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
দুলাল হোসেন (৪৪) ওই এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। এনএসআই’র সহযোগিতায় অভিযানকারী রেইডিং টিম দুলালের বাড়ী ঘেরাও করে বসতঘরে প্রবেশ করে তল্লাশি চালিয়ে ঘরের ভিতরে চৌকির নিচ হতে একটি বস্তার ভিতর রক্ষিত অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত মাদক ১২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ধূর্ত মাদক কারবারী দুলাল ও বালাপাড়া গ্রামের মাদক সম্রাট সহিদুল সটকে পড়ে। পরে জব্দকৃত ফেনসিডিলসহ রাতেই আটোয়ারী থানায় এসে একটি এজাহার দায়ের করেন অভিযানকারী দলের নেতৃত্বদানকারী কর্মকর্তা।
পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ. এস. এম মঈনউদ্দীন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পলাতক ১নং আসামী দুলালের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় ও পলাতক ২নং আসামী সহিদুল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪০ ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১২৮ বোতল ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক কারবারীদের ধরতে আটোয়ারী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।