কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০১ জানুয়ারী বুধবার সকাল ৯টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া-মোনাজাত করা হয়।
পরে সকল ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার বাসস্টান্ড, জামতলা মোড় ও সাদ্দাম মোড় প্রদক্ষিণ করে পূবের স্থানে এসে শেষ হয় । এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু ও সদস্য সচিব মাইদুল হোসাইন।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মামুন ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হাসান সোহেল মনা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আপেল শিকদার সহ উপজেলার ১০ ইউনিয়নের ছাত্রদলের সহস্রাধিক নেতা-কর্মী।