রংপুরে অবস্থান নিয়েছিলেন কোটা সংস্কারপন্থিরা। পরে দুপুরের দিকে শহরের লালবাগ এলাকা থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে যান তারা। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে বাধে সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়ে রাবার বুলেট। এতে শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহতের তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকী। তিনি জানিয়েছেন, নিহতের নাম আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তথ্যে আরও জানা গেছে, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন।
আরো পড়ুন : কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, বাড়ছে আহত শিক্ষার্থীর সংখ্যা