ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (১ মার্চ) নেকমরদ ইউনিয়নে দুপুরে উপজেলার মধ্য ভবানন্দপুর এলাকার বামুনপাড়া সামসউদ্দিনের হাস্কিং মিলের অদূরে ( ৫০০ গজ দূরে) একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় খায়রুল ইসলাম নামে এক মসজিদের মুয়াজ্জিনের লাশ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত খায়রুল মধ্য ভবানন্দপুর গ্রামের আশিরউদ্দিনের ছেলে এবং নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে সামসুউদ্দিন হাস্কিং মিলে নৈশ প্রহরী হিসাবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, গতকাল রাতে খায়রুল বাড়ি থেকে খেয়ে মিলের উদ্দেশ্য বের হন। শনিবার সকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে জানতে পারে একটি ভুট্টা ক্ষেতে একজনের লাশ পাওয়া গেছে। পরে পরিবারের লোক ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে নিশ্চিত হন।
পুলিশ জানান, সুরতহাল শেষে লাশের হাত পা বাধা ছিল এবং শরীরের বিভিন্ন অংশে মারপিটের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহা.আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।