রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে”ওয়ান স্টপ সার্ভিস”সেবা প্রাপ্তি সুনিশ্চিত করন ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বাংলাদেশ অডিট জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে”ওয়ান স্টপ সার্ভিস”সেবা প্রাপ্তি সুনিশ্চিত করন ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বাংলাদেশ অডিট জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১২ থেকে ১৪ মে পর্যন্ত ৩ দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করতে এবং সেবার মান বাড়াতে ১২ ই মে রবিবার দুপুরে রানীশংকৈল উপজেলা হিসাব রক্ষণ অফিস চত্বরে ৩ দিনব্যাপী সেবা প্রাপ্তির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়|
উদ্বোধনী আলোচনা সভায় রানীশংকৈল উপজেলা হিসাব রক্ষণ অফিসার হাসান তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঃপঃ কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও বেলাল হোসেন,কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার আ: রহিম,প্রকৌশলী আনিসুর রহমান , মৎস্য কর্মকর্তা, রাকিবুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সীমান্ত বসাক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি , প্রেসক্লাব সাবেক সভাপতি কুসমত আলী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় হিসাব রক্ষণ অফিসার হাসান তারিক বলেন, রানীশংকৈল উপজেলায় অডিট একাউন্ট ডিপার্টমেন্ট সংক্রান্ত ডকুমেন্টরি প্রদর্শন, বেতন-ভাতাদি,জিপিএফ,পেনশন,অডিট আপত্তি ও প্রযোজ্য অন্যান্য সকল সেবা বিষয়ে আমরা শতভাগ সেবা প্রদান করে থাকি ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হিসাব রক্ষণ অফিসের অডিটর চন্দন কুমার রায় |