ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

নাটোরের লালপুর উপজেলায় পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মো. আব্দুস সালাম (৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. সাহেব আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুস সালাম একই গ্রামের ইয়াজুদ্দিন শাহের ছেলে। আটক সাহেব একই গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান তথ্য নিশ্চিত করে  জানান, আব্দুস সালামের মুদি দোকানে দীর্ঘদিন ধরে বাকি খেতেন সাহেব আলী। প্রায় এক মাস আগে পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাহেব আলীকে চড় মারেন আব্দুস সালাম। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সে সময় সাহেব আলী দেখে নেওয়ার হুমকি দেন তাকে।

এর জেরে সোমবার গভীর রাতে আব্দুস সালামের মুদি দোকানের কাছে এসে ডাকাডাকি করেন সাহেব আলী। এতে সাড়া না দিলে তাৎক্ষণিকভাবে দোকানে আগুন লাগিয়ে দেন তিনি। এ অবস্থায় আব্দুস সালাম দোকানের বাইরে গেলে সাহেব আলী তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টের পেয়ে স্থানীয়রা ছুটে এলে সাহেব আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সাহেব আলী নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা করা হচ্ছে।

আরো পড়ুন ‍: ভৈরবে মাজারের খাদেমকে পিটিয়ে হত্যা

দিনাজপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

‘উচ্চ স্বরে কথা বলায়’ ৯০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা আ.লীগ নেতাকে

সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, ভাই-বোনসহ আটক ৬

ঢাবিতে যুবক ও জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: আইন হাতে তুলে না নিতে আহ্বান

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

নাটোরের লালপুর উপজেলায় পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মো. আব্দুস সালাম (৪৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. সাহেব আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চৌষডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুস সালাম একই গ্রামের ইয়াজুদ্দিন শাহের ছেলে। আটক সাহেব একই গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান তথ্য নিশ্চিত করে  জানান, আব্দুস সালামের মুদি দোকানে দীর্ঘদিন ধরে বাকি খেতেন সাহেব আলী। প্রায় এক মাস আগে পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাহেব আলীকে চড় মারেন আব্দুস সালাম। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সে সময় সাহেব আলী দেখে নেওয়ার হুমকি দেন তাকে।

এর জেরে সোমবার গভীর রাতে আব্দুস সালামের মুদি দোকানের কাছে এসে ডাকাডাকি করেন সাহেব আলী। এতে সাড়া না দিলে তাৎক্ষণিকভাবে দোকানে আগুন লাগিয়ে দেন তিনি। এ অবস্থায় আব্দুস সালাম দোকানের বাইরে গেলে সাহেব আলী তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টের পেয়ে স্থানীয়রা ছুটে এলে সাহেব আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় সাহেব আলী নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা করা হচ্ছে।

আরো পড়ুন ‍: ভৈরবে মাজারের খাদেমকে পিটিয়ে হত্যা

দিনাজপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

‘উচ্চ স্বরে কথা বলায়’ ৯০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা আ.লীগ নেতাকে

সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, ভাই-বোনসহ আটক ৬

ঢাবিতে যুবক ও জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: আইন হাতে তুলে না নিতে আহ্বান