ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে পূর্ব শত্রতার জেরে পুকুরে বিষ; মারা গেছে তিন লাখ টাকার মাছ

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী ইউনিয়ন এর মনোহর পুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পয়ত্রিশ শতক জমির পুকুরে বিষ দিয়ে প্রায় তিন লাখ টাকার পোনা মাছ মেরে ফেলা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায় ১ই ফেব্রয়ারি ২০২৫ ইং তারিখের মনোহর পুর গ্রামে মোঃ দোলু এর পুকুরে গত শুক্রবার গভীর রাতে  দোলুর শত্রপক্ষ বিষ ছিটিয়ে দিয়ে চলে যায়। পরে সকালে পুকুরের সকল পোনামাছ মরে ভেষে উঠে এবং পানির নিচে চলে যায়। এরপর পুকুরের মালিক দোলু দেখতে পেয়ে এলাকার মানুষ জনসাধারণ ও মুরুব্বিদের ডেকে এই ভয়াবহ নির্মম দৃশ্য বাস্তবে দেখায় এবং এই ধরনের জঘন্যতম শত্রুতার বিচারের জোর দাবি জানায়।
এবিষয়ে পুকুর মালিক দোলু এবং আব্দুস সাত্তার এর সাথে কথা বলে জানা যায়, আমরা গত একমাস ধরে পুকুরে প্রায় তিন লাখ টাকার বিভিন্ন জাতের পোনামাছ এনে ছেড়ে দিয়েছি এবং মাছের খাদ্যও দিয়েছি। হঠাৎ করে গত রাতে পুকুরে গ্যাসট্যাবলেট জাতীয় বিষ ছিটিয়ে দিয়ে আমাদের এই সর্বনাশ করেছে। উক্ত মরা পোনামাছ গুলো এলকার সাধারণ মানুষ যে জারমতো ধরে নিয়ে গেছে।
এদিকে এই সর্বনাশ কারা করেছে জানতে চাইলে পুকুর মালিক  বলেন, আমার পূর্ব শত্র শাজেদুল, রহমান, রাজ্জাক, শাহ আলম সহ আরও অনেকে।
তিনি আরও বলেন আমি দ্রতই এলাকার সকল মুরব্বিসহ  প্রসাশনের নিকট ক্ষতিপুরণ চেয়ে বিচার চাই।
এদিকে অভিযুক্ত  শাজেদুল  বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানিনা। অযথা আমাকে এবং আমাদের লোকজনকে হয়রানি ও বিভ্রান্ত করার পায়তারা করছে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রায়গঞ্জে পূর্ব শত্রতার জেরে পুকুরে বিষ; মারা গেছে তিন লাখ টাকার মাছ

আপডেট সময় ০৮:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী ইউনিয়ন এর মনোহর পুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পয়ত্রিশ শতক জমির পুকুরে বিষ দিয়ে প্রায় তিন লাখ টাকার পোনা মাছ মেরে ফেলা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায় ১ই ফেব্রয়ারি ২০২৫ ইং তারিখের মনোহর পুর গ্রামে মোঃ দোলু এর পুকুরে গত শুক্রবার গভীর রাতে  দোলুর শত্রপক্ষ বিষ ছিটিয়ে দিয়ে চলে যায়। পরে সকালে পুকুরের সকল পোনামাছ মরে ভেষে উঠে এবং পানির নিচে চলে যায়। এরপর পুকুরের মালিক দোলু দেখতে পেয়ে এলাকার মানুষ জনসাধারণ ও মুরুব্বিদের ডেকে এই ভয়াবহ নির্মম দৃশ্য বাস্তবে দেখায় এবং এই ধরনের জঘন্যতম শত্রুতার বিচারের জোর দাবি জানায়।
এবিষয়ে পুকুর মালিক দোলু এবং আব্দুস সাত্তার এর সাথে কথা বলে জানা যায়, আমরা গত একমাস ধরে পুকুরে প্রায় তিন লাখ টাকার বিভিন্ন জাতের পোনামাছ এনে ছেড়ে দিয়েছি এবং মাছের খাদ্যও দিয়েছি। হঠাৎ করে গত রাতে পুকুরে গ্যাসট্যাবলেট জাতীয় বিষ ছিটিয়ে দিয়ে আমাদের এই সর্বনাশ করেছে। উক্ত মরা পোনামাছ গুলো এলকার সাধারণ মানুষ যে জারমতো ধরে নিয়ে গেছে।
এদিকে এই সর্বনাশ কারা করেছে জানতে চাইলে পুকুর মালিক  বলেন, আমার পূর্ব শত্র শাজেদুল, রহমান, রাজ্জাক, শাহ আলম সহ আরও অনেকে।
তিনি আরও বলেন আমি দ্রতই এলাকার সকল মুরব্বিসহ  প্রসাশনের নিকট ক্ষতিপুরণ চেয়ে বিচার চাই।
এদিকে অভিযুক্ত  শাজেদুল  বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানিনা। অযথা আমাকে এবং আমাদের লোকজনকে হয়রানি ও বিভ্রান্ত করার পায়তারা করছে।