‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ – প্রতিপাদ্য নিয়ে জকিগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১লা নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম ।
বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ফখর উদ্দিন, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি জাফরুল ইসলাম, এনজিও সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ প্রমুখ।
এ সময় দুইজন যুব উদ্যোক্তাকে যুব ঋণের চেক প্রদান ও ৫ জন প্রশিক্ষণার্থীর হাতে যুব উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সনদ তুলে দেওয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার জন্য এনজিও সংস্থা এসডিএসের পক্ষ থেকে সাংস্কৃতিক দলকে পুরস্কৃত করা হয়।