আবীর আল নাহিয়ান, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ মে) সকালে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসান ।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী (দোয়াত-কলম), মাওলানা বিলাল আহমদ ইমরান (কাপ-পিরিচ), মর্তুজা আহমদ চৌধুরী (আনারস), আব্দুস শুক্কুর (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ।
অন্যদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর (চশমা), নুরুল ইসলাম সুহেল (তালা), আজমল হোসেন (মাইক), ফারুক লস্কর (মোটরসাইকেল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী (কলস), সুলতানা আক্তার (ফুটবল) প্রতীক পেয়েছেন ।
উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলায় ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে মোট ৭৭ টি ভোটকেন্দ্র ও ১ লক্ষ ৯১ হাজার ৫শ ১৩ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২শ ২৫ জন ও নারী ভোটার ৯২ হাজার ২শ ৮৮ জন। এছাড়া আগামী ৫ জুন ৪৭০ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করবেন ভোটাররা।