আবীর আল নাহিয়ান, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী মঙ্গলবার দুপুরে তার অফিসে এক মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী জকিগঞ্জের বন্যা পরিস্থিতি, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে সাংবাদিকদের মতামত চান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকরা উপজেলা চেয়ারম্যানের নিকট জকিগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এ বিষয়ে সমাধান দেওয়ার আশ্বাস দেন।
উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা ছিলো অনেক। আমরা যে-যার অবস্থান থেকে এই জকিগঞ্জকে সুন্দর, স্মার্ট জকিগঞ্জ হিসেবে গড়ে তোলব। এছাড়াও উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ । তাই আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন।” এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ মিসবাহ, আহমদ হোসাইন আইমান, আব্দুস শহীদ শাকির, সদস্য আজাদুর রহমান, সদস্য জাকির আহমদ, সদস্য সাইফুর রহমান প্রমুখ।
আরো পড়ুন : জকিগঞ্জের কুশিয়ারা নদীর বিভিন্ন ভাঙ্গন পরিদর্শনে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি