আবীর আল নাহিয়ান, জকিগঞ্জ, সিলেট:
দীর্ঘ ৪২ বছর পর জকিগঞ্জের আটগ্রাম লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ, রবিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ০৪ ঘটিকা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। নির্বাচনে উচ্চমাধ্যমিক শাখার অভিভাবক সদস্য পদে কাজী কবির আহমদ ৪৭ ভোট ও মঈন উদ্দিন ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কাজল দাস ২৭টি এবং এবাদুর রহমান ১১টি ভোট পেয়েছেন।
মাধ্যমিক শাখায় অভিভাবক সদস্য পদে আব্দুল হান্নান ৩১৫টি ও আব্দুল মালেক আনিছ ৩০৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আব্দুস ছুবহান ১১১টি ও আব্দুল ফজল ৬৫ টি ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে শিল্পী রানি দাস নমিতা ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আমিনা বেগম পেয়েছেন ১৯০ ভোট।
নবনির্বাচিত কমিটির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশের আরও উন্নতি হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর!
আরো পড়ুন : মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু