“মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি” MTPS. কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিব সম্প্রতি সিলেট যান এক সাংগঠিক সফরে। এ সময় তাদের আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট বিভাগীয় সভাপতি শেখ আলাউদ্দিন রিপনের নেতৃত্বে বিভাগ, জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এ সময় MTPS. মহাসচিব এর সিলেট সফর সঙ্গী ছিলেন, MTPS. কেন্দ্রীয় আইন ও পরিকল্পনা সচিব মন্জুর রহমান বাবু (অ্যাডভোকেট হাইকোর্ট সুপ্রিম কোর্ট) ও কেন্দ্রীয় সদস্য নূর মোহাম্মদ মিলন।
এর তারা সাংগঠিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অতিথিবৃন্দ সিলেটে তিনদিন অবস্থান শেষে ঢাকায় ফিরে আসেন।