ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেম

শাহীন রেজা

বললাম, আর যাই করিস প্রেমে পড়িস না।
শুনে অনুটা এমন ভাবে তাকালো, আমি পুড়ে গেলাম। আজকালকার ছেলেরা খুব খারাপ। ওরা ফুলের মতো মেয়েগুলোর সাথে প্রেম-প্রেম খেলে তারপর ছুঁড়ে ফেলে দেয়। আরও কতো কিছু । এসব আমি অনুকে বলবো কি ভাবে? ওতো আমার কাছে সেই একরত্তি অনু, যার সাথে ফুল খেলতে খেলতে বেড়ে ওঠা। কতো সকাল সন্ধ্যা রাত। ওকে যতো দেখেছি ততোই অবাক হয়েছি। হাফ প্যান্ট ছেড়ে অনুটা যেদিন ফ্রক ধরলো, কি বড়ো বড়ো লাগছিলো ওকে।
আমি বললাম, অনু ভালোবাসা কাকে বলে জানিস? ও বাচ্চা মেয়ের মতো মাথা কাত করে বললো, জানি তো? আমি কৌতুহলী চোখে ওর দিকে তাকাতেই ও কাছে ঘেঁষে এলো। ওর গা থেকে কেমন একটা ল্যাভেন্ডার ঘ্রাণ বেরোয়। ও-ই ঘ্রাণটা নাকে এলেই আমি যেন কেমন অবশ হয়ে যাই। আজও আমি অবশ হতে হতে শুনলাম, অনুটা আমার চোখে চোখ রেখে বলছে, আমি ভালোবাসি শোভন। তোকেই ভালোবাসি। বলতে বলতে আমার হাতটা ধরে ফেললো অনু। আর ঠিক তখুনি রাজ্যের ঠান্ডা এসে ঘিরে ফেললো আমাকে, আমি কাঁপতে থাকলাম। অথচ একটু আগে ওর চাহনিতে আমি পুড়ে যাচ্ছিলাম।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

আন্দোলনকারীর বাবার নামে মামলা; অর্থ বাণিজ্যের অভিযোগ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রেম

আপডেট সময় ১১:৫০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

শাহীন রেজা

বললাম, আর যাই করিস প্রেমে পড়িস না।
শুনে অনুটা এমন ভাবে তাকালো, আমি পুড়ে গেলাম। আজকালকার ছেলেরা খুব খারাপ। ওরা ফুলের মতো মেয়েগুলোর সাথে প্রেম-প্রেম খেলে তারপর ছুঁড়ে ফেলে দেয়। আরও কতো কিছু । এসব আমি অনুকে বলবো কি ভাবে? ওতো আমার কাছে সেই একরত্তি অনু, যার সাথে ফুল খেলতে খেলতে বেড়ে ওঠা। কতো সকাল সন্ধ্যা রাত। ওকে যতো দেখেছি ততোই অবাক হয়েছি। হাফ প্যান্ট ছেড়ে অনুটা যেদিন ফ্রক ধরলো, কি বড়ো বড়ো লাগছিলো ওকে।
আমি বললাম, অনু ভালোবাসা কাকে বলে জানিস? ও বাচ্চা মেয়ের মতো মাথা কাত করে বললো, জানি তো? আমি কৌতুহলী চোখে ওর দিকে তাকাতেই ও কাছে ঘেঁষে এলো। ওর গা থেকে কেমন একটা ল্যাভেন্ডার ঘ্রাণ বেরোয়। ও-ই ঘ্রাণটা নাকে এলেই আমি যেন কেমন অবশ হয়ে যাই। আজও আমি অবশ হতে হতে শুনলাম, অনুটা আমার চোখে চোখ রেখে বলছে, আমি ভালোবাসি শোভন। তোকেই ভালোবাসি। বলতে বলতে আমার হাতটা ধরে ফেললো অনু। আর ঠিক তখুনি রাজ্যের ঠান্ডা এসে ঘিরে ফেললো আমাকে, আমি কাঁপতে থাকলাম। অথচ একটু আগে ওর চাহনিতে আমি পুড়ে যাচ্ছিলাম।