পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌর শহরের খালের মধ্যে দীর্ঘদিনের গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
বুধবার(৩০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এর নেতৃত্বে পৌর শহরের সদর রোড সংলগ্ন কেন্দ্রীয় মন্দিরের পিছনের খালের বেশ কয়েকটি অবৈধ এ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা মো.হারুন অর রশিদ, উপ-পরিদর্শক(এসআই) সুমন মিয়া গণমাধ্যম কর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে কে এম লতীফ সুপার মার্কেটের আফজাল হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনার দায়ে মোবাইল কোর্টে হোটেল মালিক আফজাল হোসেন কে ৩০ হাজার ও সাথে রাস্তার ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে শ্যামলী পরিবহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তার ওপর যত্রতত্র গাড়ি না পার্কিংয়ের জন্য অটোরিকশা চালকদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান,অবৈধ দখলের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হয়ে আসছিল।অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।