ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় সাবেক এমপি হেনরী ও তার স্বামী রিমান্ডে

সিরাজগঞ্জ: তিনটি হত্যা মামলায় রিমান্ড শেষে এবার অস্ত্র মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেক এমপি হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৮ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়িতে পরিত্যক্ত অবস্থায় জান্নাত আরা হেনরী ও শামীম তালুকদার লাবুর দুটি শটগান পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হেনরী ও লাবুর নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে। এছাড়া তাদের নামে আরও তিনটি হত্যা মামলা রয়েছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্শীছড়া এলাকা থেকে হেনরী দম্পতিকে গ্রেপ্তার করে র‌্যাব। ২ অক্টোবর যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সাতদিনের রিমান্ডে নেওয়া হয় তাদের। এরপর ছাত্রদল কর্মী সুমন হত্যা মামলায় পাঁচদিনের ও ২২ অক্টোবর যুবদল কর্মী লতিফ হত্যায় চারদিনের রিমান্ডে নেওয়া হয় এ দম্পতিকে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে পিনাকী ভট্টাচার্যকে অব্যাহতি

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ত্র মামলায় সাবেক এমপি হেনরী ও তার স্বামী রিমান্ডে

আপডেট সময় ০২:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জ: তিনটি হত্যা মামলায় রিমান্ড শেষে এবার অস্ত্র মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ তাদের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেক এমপি হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৮ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়িতে পরিত্যক্ত অবস্থায় জান্নাত আরা হেনরী ও শামীম তালুকদার লাবুর দুটি শটগান পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হেনরী ও লাবুর নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে। এছাড়া তাদের নামে আরও তিনটি হত্যা মামলা রয়েছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্শীছড়া এলাকা থেকে হেনরী দম্পতিকে গ্রেপ্তার করে র‌্যাব। ২ অক্টোবর যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সাতদিনের রিমান্ডে নেওয়া হয় তাদের। এরপর ছাত্রদল কর্মী সুমন হত্যা মামলায় পাঁচদিনের ও ২২ অক্টোবর যুবদল কর্মী লতিফ হত্যায় চারদিনের রিমান্ডে নেওয়া হয় এ দম্পতিকে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে পিনাকী ভট্টাচার্যকে অব্যাহতি