ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আব্দুল মালেক নামে এক অটো চার্জার ভ্যান চালকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা তাঁতিদলের সভাপতি সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এ সময় ধাক্কাধাক্কি করা হলে আব্দুর রশিদ নামে এক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়। পিটিয়ে আহত করা মামুনি আক্তার নামে এক গর্ভবতী গৃহবধু ও ঐ ভ্যান চালকের স্ত্রী সুরাইয়া বেগমকে। সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জেরে উপজেলা নারায়নপুর-ভাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জলিল, খলিল ও অটো চার্জার ভ্যান চালক আব্দুল মালেকের সাথে একই এলাকার আনছারুল ও তার ভাই তাঁতি দলের সভাপতি আরমান আলীর সাথে র্দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জের ধরে সোমবার সকাল থেকে উভয় পক্ষের মধ্যে ঝগড়া ঝাটি হয়। এক পর্যায়ে আরমান আলী একই এলাকার আব্দুর রশিদ নামে এক বয়স্ক ব্যক্তিকে ধাক্কাধাক্কি করেন এবং মামুনি আক্তার নামে এক পাঁচ মাসের গর্ভবতী গৃহবধুর পেটে লাথি মারেন। তার ভাই আনছারুল সহ সাঙ্গপাঙ্গরা পিটিয়ে আহত করেন ওই ভ্যান চালকের স্ত্রী লিলি বেগমকে। পরে আব্দুল মালেক বাড়িতে আগুন ধরিয়ে ভিডিও ধারণ করতে থাকেন ঐ নেতার সাঙ্গ পাঙ্গরা। এ সময় আব্দুর রশিদ অসুস্থ্য হয়ে পড়লে তাকে সহ অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করেন। অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে তাঁতি দলের নেতা আরমান আলী বলেন, তিনি কাউকে মারপিট করেননি বা কারো বাড়িতে আগুন দিতে বলেন নি। একটি পক্ষ তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
থানার ভারপ্রপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, হাসপাতাল থেকে রশিদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে দুই মাসের কারাদণ্ড