ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

থাইল্যান্ডকে ৭ গোলে হাড়িয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো লাল সবুজের দেশের। তবে হারলেও আশা টিকে থাকত নানা সমীকরণে। তবে কোনো শঙ্কার ধার ধারেনি বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের মাসকাটে জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে জুনিয়র বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ। হকিতে যেকোনো পর্যায়ে এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল লাল সবুজের দেশ।

থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচ খেলবে। যদি সেই ম্যাচে তারা হেরেও যায়, তারপরও বিশ্বকাপে খেলবে লাল সবুজের দেশ।

আগামী বছর ভারতের মাটিতে বসবে হকির যুব বিশ্বকাপ। সেই বিশ্বকাপে এশিয়া থেকে মোট ৭টি দেশ খেলবে। এর মধ্যে স্বাগতিক ভারত এশিয়ান যুব হকির সেমিফাইনাল নিশ্চিত করায় সরাসরিই বিশ্বকাপ খেলবে। অর্থাৎ স্বাগতিক দেশ বিবেচনায় বিশ্বকাপ খেলছে না তারা। তাই বিশ্বকাপে জায়গা পেতে ১০ দলের এশিয়ান যুব হকিতে ভারত বাদে বাকি ছয় সেরা দলের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশের সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে। যে কারণে বিশ্বকাপে খেলা নিয়ে আর কোনো অনিশ্চয়তাই নেই।

মাসকাটে ১০ দলের এশিয়ান যুব হকিতে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল জয় দিয়েই। গ্রুপ ‘বি’তে থাকা বাংলাদেশ ওমানকে ৩-১ গোলে হারালেও পরের ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। তবে তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ২-২ গোলে এবং চতুর্থ ম্যাচে চীনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে।

আজ ‘এ’ গ্রুপে চতুর্থ হওয়া থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ নিশ্চিত করল। সেই সঙ্গে জায়গা করে নিলো কাঙ্ক্ষিত বিশ্বকাপেও।

 

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

থাইল্যান্ডকে ৭ গোলে হাড়িয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো লাল সবুজের দেশের। তবে হারলেও আশা টিকে থাকত নানা সমীকরণে। তবে কোনো শঙ্কার ধার ধারেনি বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের মাসকাটে জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে জুনিয়র বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ। হকিতে যেকোনো পর্যায়ে এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল লাল সবুজের দেশ।

থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচ খেলবে। যদি সেই ম্যাচে তারা হেরেও যায়, তারপরও বিশ্বকাপে খেলবে লাল সবুজের দেশ।

আগামী বছর ভারতের মাটিতে বসবে হকির যুব বিশ্বকাপ। সেই বিশ্বকাপে এশিয়া থেকে মোট ৭টি দেশ খেলবে। এর মধ্যে স্বাগতিক ভারত এশিয়ান যুব হকির সেমিফাইনাল নিশ্চিত করায় সরাসরিই বিশ্বকাপ খেলবে। অর্থাৎ স্বাগতিক দেশ বিবেচনায় বিশ্বকাপ খেলছে না তারা। তাই বিশ্বকাপে জায়গা পেতে ১০ দলের এশিয়ান যুব হকিতে ভারত বাদে বাকি ছয় সেরা দলের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশের সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে। যে কারণে বিশ্বকাপে খেলা নিয়ে আর কোনো অনিশ্চয়তাই নেই।

মাসকাটে ১০ দলের এশিয়ান যুব হকিতে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল জয় দিয়েই। গ্রুপ ‘বি’তে থাকা বাংলাদেশ ওমানকে ৩-১ গোলে হারালেও পরের ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। তবে তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ২-২ গোলে এবং চতুর্থ ম্যাচে চীনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে।

আজ ‘এ’ গ্রুপে চতুর্থ হওয়া থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ নিশ্চিত করল। সেই সঙ্গে জায়গা করে নিলো কাঙ্ক্ষিত বিশ্বকাপেও।